Wednesday, February 5, 2025
Home > আন্তর্জাতিক > জামাল খাশোগি হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

জামাল খাশোগি হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত আরো তিন আসামিকে ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

২০১৮ সালের ২০ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে ঢোকার পর তাকে হত্যা করা হয়। তিনি সৌদি সরকারের একজন কড়া সমালোচক ছিলেন। 

সৌদির সরকার পক্ষের আইনজীবিরা দাবি করেছেন যে, খাশোগিকে দেশে ফিরিয়ে আনার জন্য যে সব এজেন্টকে ইস্তাম্বুলে পাঠানো হয়েছিল তারাই তাকে হত্যা করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *