সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী অহনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল থেকে গতকাল বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে।
গত ৯ জানুয়ারি দুর্ঘটনার পর থেকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল চিকিৎসা নিচ্ছিলেন এ অভিনেত্রী। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা অবনতির কথা জানালে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
অহনার খালাতো বোন লিজা ইয়াসমীন মিতু এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসি। আজ দুপুরে অহনার এমআরআই করানো হয়েছে। এখনো হাতে রিপোর্ট পাইনি। সন্ধ্যায় রিপোর্ট পেলেই আমরা অহনার বর্তমান অবস্থা জানাতে পারবো।
গত ৯ জানুয়ারি রাতে অভিনেত্রী অহনাকে দুর্ঘটনায় আহত করার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন অহনার খালাতো বোন লিজা ইয়াসমীন মিতু। এ মামলায় গ্রেফতার ট্রাকচালক সুমন মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।