Thursday, January 23, 2025
Home > ফিচার > আপনার ঘরের তেলাপোকা শশা দিয়ে তাড়ান

আপনার ঘরের তেলাপোকা শশা দিয়ে তাড়ান

এতদিন তো তেলাপোকা তাড়াতে বাজারে চলতি স্প্রে ব্যবহার করেছেন৷ তাতে খুব একটা লাভ হয়েছে বলেও তো মনে হয়না৷ বরং তাতে ক্ষতিই হয় বেশি৷ স্প্রে খাবারে পরলে অসুখ অবধারিত৷ তবে এবার এইসব ঝক্কি হাটিয়ে ফেলুন ঘরোয়া উপায়তেই৷

দোকান থেকে কিছু অ্যালুমিনিয়ামের ফয়েল কিনে আনুন৷ তারমধ্যে ছোটো ছোট করে শশা কেটে রেখে দিন রান্নাঘর কিংবা শোয়ার ঘরে৷ ফয়েল না পেলেও চিন্তা করবেন না৷
অ্যালুমিনিয়ামের যে কোনও পাত্রে অর্থাৎ খালি ডিব্বা বা বাটিতে শশা কেটে রেখেদিন যেখানে আরশোলার উপদ্রব সব থেকে বেশি৷ আরশোলা থেকে মুক্তি পাবেন চটজলদি৷ শুধু তাই নয় আপনার পকেটেরও সাশ্রয় হবে৷

বেশ কিছু গবেষণায় দেখা গেছে অ্যালুমিলিয়ামের সঙ্গে শশার টুকরোর গন্ধ মিশে যেই গন্ধ বেরোয় তা আরশোলার চির শত্রু৷ আর এই কারণেই শশার টুকরোয় আপনার ঘর থেকে পগারপার হবে আরশোলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *