Sunday, December 22, 2024
Home > আন্তর্জাতিক > আর্মেনিয়া-আজারবাইজানের গোলাবর্ষণ জোরদার

আর্মেনিয়া-আজারবাইজানের গোলাবর্ষণ জোরদার

আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরের বিরুদ্ধে গোলাবর্ষণ আরও জোরদার করেছে। বিতর্কিত নগরী কারাবাখ নিয়ে অনেক দিন ধরে চলা যুদ্ধ বন্ধে পশ্চিমা দেশ ও মস্কো ফের আহ্বান জানিয়েছে।

এ লড়াইয়ে ১৩০ জনেরও বেশি এরই মধ্যে প্রাণ হারিয়েছে এবং আঞ্চলিক শক্তি তুরস্ক ও রাশিয়ার জন্য এটি হুমকির সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে পড়া ভূখণ্ডগত বিরোধ নিরসনের লক্ষ্যে আলোচনার টেবিলে ফিরে যেতে দুপক্ষের প্রতি আহ্বান জানান।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পশিয়ান ও আজারবাইজানের নেতা ইলহাম আলিয়েভ উভয়ই আলোচনা অনুষ্ঠানের এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

আর্মেনিয়ার নেতা বলেন, নগর্নি-কারাবাখ এলাকা নিরস্ত্র করতে না পারলে তা গণহত্যায় মোড় নেবে।

ফরাসি সংবাদপত্র লি ফিগারোকে পশিয়ান বলেন, এ অঞ্চলে বসবাস করা লোকজন অস্তিত্ববাদের হুমকির মুখে পড়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, নগর্নি কারাবাখে জিহাদি যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে, যা একটি ‘ভয়ঙ্কর হুমকি’। তিনি এর কঠোর নিন্দা জানিয়েছেন। সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *