ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের ইউনিয়ন স্বাস্হ্য কমপ্লেক্স যেন গোয়ালঘর।আমজাদ হাট ইউনিয়নের প্রায় ৪০,০০০ হাজার জনগুষ্ঠির একমাত্র চিকিৎসা কেন্দ্র এটি,তিন দশকে ও দেখা মিলেনি নতুন ভবন, এর মাজে রয়েছ রোগীদের হয়রানি ও ভোগান্তী,শুধু মাত্র একজন শিশু ডাক্তার দিয়ে খুডীয়ে খুডীয়ে চলছে এই হাসপাতালটি, নেই প্রয়োজনীয় জন্ত্রপাতি ও ঔষুধ, আছে শুধু চিকিৎসার জন্য আগত রোগী,প্রতিমধ্যে হাসপাতালের সাথে জডীত অসাধু নার্সও ফার্মেসীর লোকেরা রোগীদের কে উন্নত চিকিৎসার নামে জেলা শহরে ভিবিন্ন হাসপাতালে পাঠীয়ে ভর্তি বানিজ্য করে বিশাল অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে আমজাদ হাট ইউনিয়নের বাসী জানান।