ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)‘র খুজেস্তান প্রদেশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহভারপুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাহশারে গত বছরের নভেম্বরের বিক্ষোভে শাহভারপুরের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে ।
যুক্তরাষ্ট্রের কাছে ইরানিদের ওপর সহিংসতা চালানোর প্রায় ৮৮ হাজার ছবি ও ফুটেজ আছে। সেগুলো বিশ্লেষণ করেই দোষীদের সনাক্ত করে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।
সূত্র- দ্য জেরুজালেম পোস্ট