Thursday, January 23, 2025
Home > বিনোদন > এভ্রিল,নাটকে আসছেন

এভ্রিল,নাটকে আসছেন

সম্প্রতি মিউজিক ভিডিওতে অভিনয় করে নজর কাড়েন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল। এবার নাটকেও কাজ করছেন তিনি।

`এমনো তো প্রেম হয়` শীর্ষক খণ্ড নাটকটি পরিচালনা করছেন জুনায়েদ বিন জিয়। নাটকে ডাক্তার স্নেহার চরিত্রে অভিনয় করবেন এভ্রিল। আহসান হাবিব সকালের রচনায় নাটকে আরো অভিনয় করবেন সজল ও পাভেল ইসলাম।

সাহিল ও স্নেহার সুখের সংসার। এর মাঝেই বিদেশ থেকে আসে স্নেহার বয়ফ্রেন্ড রিয়াদ। তার সঙ্গে গোপনে গোপনে দেখা করে স্নেহা। এটি কোনোভাবে মেনে নিতে পারে না সাহিল। এই নিয়ে স্নেহা ও সাহিলের মধ্যে শুরু হয় পারিবারিক অশান্তি। তারপর নাটকের গল্প অন্য দিকে মোড় নেয়।

নাটকে অভিনয় নিয়ে এভ্রিল বলেন, অনেক দিন এমন একটি নাটকের অপেক্ষায় ছিলাম। গল্পটি আমার মনের মতো। এখানে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এছাড়া সজল ভাইয়ের ওপর আমি ছোটবেলায় ক্রাশ খেয়েছি। এই নাটকে তিনি অভিনয় করবেন জেনে আরো বেশি আনন্দিত হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *