Sunday, December 22, 2024
Home > ফিচার > এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৩” অর্জন এনার্জিপ্যাক

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৩” অর্জন এনার্জিপ্যাক

টেকসই উন্নয়ন এবং জনসাধারণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার জন্য জলবায়ু ও পরিবেশ ক্যাটাগরিতে সম্মানসূচক এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছে এনার্জিপ্যাক।
এনার্জিপ্যাকের নিরাপদ পানি সরবরাহের উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। সাসটেইনেবিলিটি ব্র্যান্ড ফোরাম অব বাংলাদেশ এবং এটুআই (অ্যাস্পায়ার টু ইনোভেট) এর যৌথ উদ্যোগে এই
অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের অসামান্য অবদানকে স্বীকৃতি স্বরূপ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস এর আয়োজন করা হয়।
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অংশ হিসেবে “পান করলে নিরাপদ পানি, ভালো থাকবে আগামী’ এই প্রতিপাদ্য নিয়ে ২০১৭ সালের ডিসেম্বর থেকে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলে সুপেয় পানির সংকট প্রবল। এর কারন হচ্ছে মুলত পানিতে অতিরিক্ত লবনাক্ততা। খুলনার দাকোপ উপজেলায় এই সমস্যা দূর করতে এবং বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন
নিয়ে আসতে নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করে এনার্জিপ্যাক।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ বলেন, “দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি করে এমন উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে
এনার্জিপ্যাক প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দৃঢ় বিশ্বাস, একটি দায়িত্বশীল ব্যবসায়িক সত্তা হিসাবে আমরা সমাজ, জলবায়ু ও পরিবেশের টেকসই উন্নয়নের যে প্রতিশ্রুতি রয়েছে তা আমারা পালন করতে সক্ষম হব।।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস আমাদেরকে ভবিষ্যতে আরও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করতে অনুপ্রাণিত করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *