Sunday, December 22, 2024
Home > বিনোদন > কন্যাসন্তানের মা হলেন অনুষ্কা শর্মা।

কন্যাসন্তানের মা হলেন অনুষ্কা শর্মা।

ভারতীয় ক্রিকেট এবং বিনোদন দুনিয়ায় লক্ষ্মীর আগমন। সোমবার দুপুরে কন্যা সন্তান এল বিরুষ্কার ঘরে। খবরটি জানিয়েছেন বিরাট কোহালি নিজেই। সমাজ মাধ্যমে লিখেছেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তান হয়েছে। আপনাদের ভালবাসা ও মঙ্গলকামনার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্কা ও আমাদের কন্যা ভাল আছে। আমরা দু’জনেই খুব সৌভাগ্যবান যে জীবনের এই অধ্যায় আমাদের দেখার সুযোগ হল। আপনারা নিশ্চয়ই বুঝবেন, এই সময় আমাদের কিছুটা ব্যক্তিগত পরিসর জরুরি। তাই সকলের কাছে এ ব্যাপারে সহযোগিতা চাইছি’।

অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই প্রথম ডে-নাইট টেস্ট খেলেই বাড়ি চলে এসেছিলেন বিরাট। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে এসেছিলেন তিনি। ১১ জানুয়ারি, ঠিক যে দিন অস্ট্রেলিয়ার মাটিতে ভারত ২২ গজে অসম্ভবকে সম্ভব করল, সে দিনই বিরুষ্কার কোল আলো করে এল কন্যা।

টুইটারে বিরাট নিজের হ্যান্ডলে এই খবর জানাতেই আধঘণ্টার মধ্যেই প্রায় লাখ ছাড়িয়ে যায় লাইক। বার্তাটি শেয়ারও হয় বারবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *