শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ উঠল তাইল্যান্ডের একটি ক্যাফের বিরুদ্ধে।
সম্প্রতি সংস্থাটি তাদের তৈরি চায়ের বিজ্ঞাপনী প্রচার শুরু করেছিল অভিনব
কায়দায়। কিন্তু রোষের মুখে পড়ে শেষমেশ আমজনতার কাছে ক্ষমা চাইতে হল তাদের।
তাইল্যান্ডের শোঙ্কলা প্রদেশে চারিন ক্যাফের নাম বেশ কয়েক দিন ধরে চর্চার
কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এই ক্যাফেতে নানা রকমের সুস্বাদু চা পাওয়া যায়।
বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে অল্প সময়ের মধ্যেই। কিন্তু আরও বেশি গ্রাহক টানতে
অভিনব কায়দায় প্রচারের কৌশল নিতেই সপাটে ‘চড়’ খেতে হল ক্যাফে কর্তৃপক্ষকে।