Thursday, January 23, 2025
Home > ফেনীর খবর > ছাগলনাইয়ায় বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ও জরিমানা

ছাগলনাইয়ায় বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ও জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার দায়ে ছাগলনাইয়ায় ওষুধ দোকানে বুধবার (২৫অক্টোবর) অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। সাত দোকানে অভিযান চালিয়ে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। এসময় মেয়াদোত্তীর্ণ সব ওষুধ জব্দ করা হয়। ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রেখে বিক্রি, ফার্মাসিস্ট না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে শহরের ওষুধের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ওষুধ প্রশাসনের সহযোগীতায় আদালত শহরের রাজিয়া মেডিকেল হলকে ১৪ হাজার, ফরায়েজী মেডিকেল হলকে ১০ হাজার, মিলন ড্রাগ হাউসকে ১৫ হাজার, মানারাত ফার্মেসীকে (১) ৩০ হাজার, রহমান ফার্মেসীকে ১০ হাজার, ছেমনা ফার্মেসীকে ২০ হাজার এবং মানারাত ফার্মেসীকে (২) ৪০ হাজার টাকা জরিমানা করেন। এসময় এসব দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেন আদালত।
ফেনী জেলা ড্রাগ সুপার সালমা সিদ্দীকা এ প্রতিবেদককে বলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদা ফাতেমা চৌধুরীর নেতৃত্বে তার উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ওইসব দোকানে জরিমানা করা হয়। জব্দ করা হয় মেয়াদোত্তীর্ণ ওষুধ। পরে আদালতের নির্দেশে জব্দ করা ওষুধ নষ্ট করা হয়। ড্রাগ লাইসেন্স নিয়ে অভিজ্ঞ ফার্মাসিস্ট দিয়ে ওষুধের ব্যবসা করতে হবে। নিয়মের ভেতর না পড়লে সব ওষুধ দোকান বন্ধ করে দেয়া হবে। ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত চলবে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *