Thursday, January 23, 2025
Home > ফেনীর খবর > ছাগলনাইয়ায় ২জন চোর অাটক

ছাগলনাইয়ায় ২জন চোর অাটক

ছাগলনাইয়ায় অাজাদ হোসেন (২৩) ও মোঃ জাবেদ হোসেন( ৩৫) নামে দুই ব্যক্তিকে ৪ টি গরুসহ অাটক করেছে পুলিশ। এ সময় পুলিশ ১ টি পিকঅাপ,১ টি হাইড্রোলিক কাটার,২ টি প্লাষ্টিকের ফোম জাতীয় মেট ও অাটক উদ্ধার করে। চোর দাগনভুঞা উপজেলার উওর অালীপুর গ্রামের মমিনুল হকের পুএ অাজাদ হোসেন ও চট্টগ্রাম জেলার জোরারগন্জ থানার খীল মুুরালী গ্রামের মৃত অাবদুস ছালামের পুুএ মোঃ জাবেদ হোসেন। এসঅাই মোঃ শহিদুর ইসলাম অভিযান চালিয়ে রবিবার উপজেলার জয়চাঁদপুর এলাকা থেকে তাদের আটক করে। এরা গরু চোর বলে পুলিশ জানিয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম দু‌জন চোর আটকের সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *