ছাগলনাইয়া আজিিজিয়া মাদ্রাসায় দুপেক্ষ পাল্টা-পাল্টি অবস্থানের কারণে ঈদের জামায়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রমজানের শেষ জুমার পরে ঈদের জামায়াত পড়া নিয়ে দু-পক্ষের মধে সংঘর্য় বাধে।পরে পুলিশ মসজিদ ধেকে মুসল্লিদের কে বের করে পরিস্থিতি নিয়ন্তন আনে।উপজেলা নির্বাহী কর্শকর্ত শাহিদা ফাতেমা চেীধুরী বলেন উভয় পক্ষ সমজোতা না আসায় সংঘর্ষের আশংকায় ঈদের আগের দিন বিকাল ৪টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়।
অত্র মাদ্রাসায় মোতয়াল্লী নিয়ে মাদ্রাসার মোহতামিম এর সাথে মাওলানা কপিল উদ্দিনের সাথে বিরোধ চলছে, কপিল উদ্দিন সহ কয়েক জনকে মাদ্রাসার শিক্ষক পদ থেকে অব্যহতি দেয়।
মাওলানা কপিল উদ্দিন জানান অত্র মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে ১৯৯০ সাল পযন্থ আমার দাদা মাওলানা আবু মুসা (রজঃ) ঈদগাহ এর ইমামতি করেন, ১৯৯০ সাল থেকে ২০০৯ পর্যন্ত আমার বাবা মাওলানা হাফেজ নিজাম উদ্দিন এরং ২০০৯ সাল থেকে অধ্যবধি আমি ঈমামতি করি আসছি। কিন্ত মাহতামিম এর সাধ্যসিদ্দির জন্য আমাকে অবৈধ ভাবে সরকারী লোকদের সহায়তায় অব্যহতি দোয়।