Thursday, January 23, 2025
Home > ফেনীর খবর > ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে বিএনপির ১৩২ নেতাকর্মীর নামে মামলা

ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে বিএনপির ১৩২ নেতাকর্মীর নামে মামলা

বেগম খালেদা জিয়ার নিজের নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত ফেনীর ছাগলনাইয়া ও পরশুরামে পৃথক তিন মামলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৩২০ নেতাকর্মীর নামে নাশকতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ ।
ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের নেতা আবুল কালাম মাষ্টারের একটি মোবাইল ফোন চুরি ঘটনায় সালাউদ্দিন নামের এক যুবককে থানা পুলিশে সোপর্দ করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ সমর্থকসহ মাটিয়াদোগা গ্রামের শতাধিক এলাকাবাসী ৩১ আগষ্ট বিকেলে আওয়ামীলীগ নেতা কালাম মাষ্টারের বাড়িতে হামলা করেন। পুলিশ সাত রাউন্ড গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে একই দিন রাত সাড়ে ৯টার দিকে মহামায়ার চাঁদগাজী বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে আওয়ামীলীগ কর্মীদের নিয়ে বৈঠক চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী লাঞ্ছিত হন। এসব ঘটনায় চেয়ারম্যান বাদশার পক্ষ থেকে দুই দিন ধরে মামলার প্রস্তুতি চলার কথা বলা হলেও শেষ পর্যন্ত তিনি মামলা হয়নি। ৩ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত করা, আ’লীগ অফিসে হামলা ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে ১৩২ জনকে আসামী করে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে নাশকতা আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলার অধিকাংশই বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী। মামলার আসামিরা হলেন আব্দুল কাইয়ুম, মো. হানিফ, জহির উদ্দিন, সাইফুল ইসলাম, রিপন, ইব্রাহীম হীরা, জোটন, পারভেজ, কাজী আব্দুল মোতালেব, আজাদ হোসেন, আবুল বশর, জাফর আহাম্মদ চৌধুরী, রিয়াজুল হক তুহিন, কিবরিয়া মজুমদার, মো. মোশারফ, মো. শাহাদাত, কাজী মোজাম্মেল ও মহসিন। থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *