Thursday, January 23, 2025
Home > ফেনীর খবর > ছাগলনাইয়া মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শুভপুর ব্রিজ ভেঙ্গে পড়ছে

ছাগলনাইয়া মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শুভপুর ব্রিজ ভেঙ্গে পড়ছে

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ধ্বংসের মুখে পড়েছে ফেনী নদীর উপর ঐতিহ্যবাহী শুভপুর ব্রিজ। যেকোন মুহূর্তে ভেঙে পড়তে পারে মুক্তিযুদ্ধের নীরব সাক্ষী এ ব্রিজটি।

১৯৫২ সালে ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী এর নির্মাণ হয়। স্থাপিত ৬৬ বছরের পুরনো প্রথমে সেতুটি ছিল ১২৯ মিটার দীর্ঘ বেইলি ট্রাসের উপর আরসিসি স্লাবের। পরবর্তীতে দীর্ঘদিন যাবৎ ব্রিজের আশে-পাশে মাত্রাতিরিক্ত বালু উত্তোলন, মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্থ ও দীর্ঘদিনের পুরোনো হওয়ায় ব্রিজটি ঝুঁকির মুখে পড়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ ব্রিজ থেকেই শত্রুদের মোকাবেলা করেন মুক্তিযোদ্ধারা। পাকহানাদার বাহিনীকে প্রতিহত করার জন্য দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা ব্রিজের ফেনী প্রান্তে ১০ম পিয়ারে মাইন বিষ্ফোরণের মাধ্যমে ব্রিজের স্লাব কিয়দাংশ ধ্বংশের মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মুক্তিযোদ্ধা এবং স্থানীয় এলাকাবাসীর দাবি স্বাধীনতা যুদ্ধের সাক্ষী ৬৬ বছরের পুরনো এ ব্রিজ সংস্কার করে ঐ।

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই শুভপুর ব্রিজে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি রয়েছে। এটি সংরক্ষণের জন্য কর্তৃপক্ষকে আমরা অনেক আগেই প্রস্তাব দিয়েছি। ফেনী জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান বলেন, ব্রিজটি অচল হয়ে গেছে, এটি দ্রুত সংস্কার করা হোক। ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিময় ব্রিজটি সংরক্ষণ করা হবে। ঝুঁকিপূর্ণ ব্রিজটির পাশে নতুন একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ব্রিজটি পাশে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *