ভারতের জম্মু কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের বহনকারী দু’টি বাসে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।
বৃহষ্পতিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পালওয়ামা জেলার আওয়ান্তিপোরা এলাকায় এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর উইয়ন নিউজে’র।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের শিকার বাসটিতে প্রায় ২০ জন সিআরপিএফ জওয়ান ছিলেন। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জওয়ানদের বহনকারী উভয় বাসই এ বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে।
সন্ত্রাসী সংগঠন জাইশ-ই-মোহম্মাদ এক বিবৃতিতে এ হামলাদার দায় শিকার করেছে।