একটি প্রতিবেওদন থেকে জান গেছে, দেশটির একটি নাট্য সংগঠন এই উদ্যোগ নিয়েছে। প্রতি সপ্তাহে জাপানের টোকিও শহরের মানুষদের জন্য এর আয়োজন করা হচ্ছে।
কফিনটিতে শুয়ে সাউন্ড বক্সে শোনা যাবে ভৌতিক গল্প। দেখা যাবে ভূত আর জম্বিদের। যারা একে অন্যের সঙ্গে মারামারি করছে। লম্বা ভৌতিক আঙুল দিয়ে খোঁচাচ্ছে। টানা ১৫ মিনিট এই ভৌতিক পরিবেশে থাকতে হবে।