Thursday, January 23, 2025
Home > আন্তর্জাতিক > জেরুজালেমই হবে ফিলিস্তিনের রাজধানী: এরদোগান

জেরুজালেমই হবে ফিলিস্তিনের রাজধানী: এরদোগান

যত পদক্ষেপই নেওয়া হোক, জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী, বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান । ইসরাইল মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

রোববার লন্ডনে এসব কথা বলেন এই তুর্কি প্রেসিডেন্ট।

ইরানি গণমাধ্যম প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিবিসি উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে এরদোগান বলেছেন, ইসরাইলি শাসকগোষ্ঠী সিরিয়ায় অপ্রয়োজনীয় আগ্রাসন চালাচ্ছে। মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে তেলআবিব।

অন্যদিকে তুর্কি গণমাধ্যম আনাদলু বলেছে, রোববার লন্ডনে টার্কেন ফাউন্ডেশন আয়োজিত ডিনারে অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করার জন্য। সব ধরনের প্রস্তুতি নেওয়া সত্ত্বেও পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী।

তেলআবিব থেকে মার্কিন দূতবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ১২৮টি সদস্য দেশ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের স্পষ্ট বিরোধিতা করেছে। মাত্র কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে। তাও আবার বার বার ফোন করে আর্থিক সাহায্য প্রত্যাহারের ভয় দেখানোয় ওই কয়টি দেশ ওয়াশিংটনের পক্ষ নিয়েছে।

তিনি বলেন, জেরুজালেম, সর্বোপরি পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী।

বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে এরদোগান সিরিয়ায় ইসরাইলি বিমান হামলার নিন্দা জানান। এটি সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া সিরিয়ার সরকারবিরোধী তাকফিরি সম্প্রদায়কে ইসরাইল অস্ত্র ও ওষুধপত্র দিয়েও সহযোগিতা করছে বলে অভিযোগ করেন তুরস্কের প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *