Thursday, January 23, 2025
Home > আন্তর্জাতিক > ট্রাম্পকে সোলাইমানির মেয়ে: বাবার শাহাদাতেই সব শেষ হয়ে যায়নি।

ট্রাম্পকে সোলাইমানির মেয়ে: বাবার শাহাদাতেই সব শেষ হয়ে যায়নি।

ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের নিহত প্রধান জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে বাবার হত্যাকাণ্ড নিয়ে রবিবার তীব্র মার্কিন বিরোধী প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্কিন বিমান হামলায় নিহত ইরানি জেনারেলের মেয়ে জেইনাব সোলাইমানি বলেছেন, ট্রাম্প, তুমি ভেবো না বাবার শাহাদাতেই সব শেষ হয়ে গেছে। রবিবার তিনি এই মন্তব্য করেছেন। ইরানি সরকারি সংবাদমাধ্যম পার্স টুডে এখবর জানিয়েছে।

তেহরানে বাবার জানাজায় অংশ নিয়ে জেইনাব বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জেনে রাখো বাবার শাহাদাতের ফলে গোটা বিশ্বের প্রতিরোধ ফ্রন্টের মধ্যে মানবিকতা আরও বেশি জাগ্রত হবে। এখন থেকে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের স্ত্রী-সন্তানদেরকে তাদের স্বামী অথবা বাবার মৃত্যুর আশঙ্কায় প্রহর গুনতে হবে।

সোলাইমানির মেয়ে আরও বলেন, গোটা বিশ্ব দেখছে ইরাক ও ইরানের মানুষ কীভাবে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ইরানি ও ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু এই শাহাদাতের ঘটনা দুই জাতির মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করেছে, তারা চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হয়েছে।

জেইনাব আরও বলেন, বাবার মৃত্যু আমেরিকা ও ইসরায়েলের জন্য অন্ধকার দিন নিয়ে এসেছে।

এর আগে এক টিভি সাক্ষাৎকারে জেইনাব বলেছেন, লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহও সোলাইমানি হত্যার প্রতিশোধ নেবেন বলে তিনি নিশ্চিত।

উল্লেখ্য, ৩ জানুয়ারি ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন রকেট হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। তার মরদেহ শনিবার বিকালে ইরাক থেকে তেহরানে পৌঁছায়।মঙ্গলবার নিজ প্রদেশ কেরমানে তাকে দাফন করা হবে।

খবর-আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *