ছাগলনাইয়ায় ডাকাতের কোপে বিবি রহিমা নামে স্কুল ছাত্রী ঘাড় কেটে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতর গ্রামের মৃত মোহাম্মদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রহিমা ওই বাড়ির আব্দুল হাইয়ের কন্যা ও স্থানীয় স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীব শাহ চৌধুরী বাদশা জানান, পুলিশ ও স্থানীয়রা মিলে এ ঘটনায় জড়িত সন্দেহে ইসমাইল নামে একজনকে আটক করেছে। ইসমাইল উত্তর সতর দর্জ্জি বাড়ির নুরুল ইসলামের পুত্র।
থানার ডিউটি অফিসার জিল্লুর জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তিনি আরো জানান পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।