বিশেষ প্রতিনিধি: দুর্নীতি আর ঘুষ বানিজ্যের রমরমা হাট ছাগলনাইয়ার মহামায় চাদগাজী ইউনিয়ন ভুমি অফিস! চাদগাজী ইউনিয়ন ভূমি অফিসে চলছে সীমাহীন দুর্নীতি। নামজারি, জমাভাগ, খাজনা খারিজের নামে বেপরোয়া দুর্নীতি চলছে। এছাড়া একজনের নামের জমি জালিয়াতির মাধ্যমে আরেকজনের নামে নামজারি করার অভিযোগও পাওয়া গেছে। ভূমি মালিকরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। ইউনিয়ন ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের উচকোচের দাবি মেটাতে গিয়ে অনেকে পুকুরের মাছ ও গোয়ালের গরু বিক্রি করে দিয়েও শেষরা পাচ্ছেন না।
সরেজমিনে কয়েকটি ভূমি অফিসে গিয়ে দেখা গেছে মাটিয়া গোধা মৌজার সাড়ে ২০ শতাংশ জমিতে চাদগাজী তহসিল অফিসে গেলে ভূমি অফিসের সহকারী তহসিলদার তার কাছে ৮ হাজার টাকা উেকাচ দাবি করেন। দেন-দরবারে ৫ হাজার টাকায় বিষয়টি ফয়সালা হয়। পরে ৫ হাজার টাকা নিয়ে তহসিলদার তাকে ৬৩৫ টাকার একটি খাজনার রশিদ হাতে ধরিয়ে দেন। ভুক্তভুগি জানান এভাবে প্রকাশ্যে প্রতিদিন লাখ লাখ টাকার ঘুষ-বাণিজ্য চলছে একই তহসিলদার ।আরেক ভুক্তভোগী বলেন, তার বাড়ির পরিমাণ সাড়ে ৬ শতাংশ। বাকিটা নালজমি। সর্বসাকুল্যে হাজার বার’শ টাকা খাজনা আসে। যুগ যুগ ধরে তিনি এভাবেই খাজনা পরিশোধ করে আসলেও উক্ত তহসিলদার পুরো জমিকে ভিটি বলে তার কাছে ১০ হাজার টাকা উজকােচ দাবি করেন। উচকােচের টাকা দিতে অস্বীকৃতি জানালে তার খাজনা না কেটে তাকে ফেরত পাঠানো হয়। এ ব্যাপারে অভিযুক্ত সহকারী তহসিলদার সাথে ফোন করা হএল ফৈান বক্টদ পাওয়া যায়।