Sunday, December 22, 2024
Home > খেলা > ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন নেইমার

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন নেইমার

নেইমার বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমানোর পর থেকে প্রত্যেকটি ধাপেই বিতর্ক যেন তার পিছুই ছাড়ছে না। আর এই বিতর্কের শেষটা ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকার ঠিক আগেই ঘটে। এক ব্রাজিলিয়ান নারী নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। আর আইনের দ্বারস্থও হয়েছিলেন সেই নারী। তবে শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযোগ থেকে অব্যাহতি পেতে চলেছেন এই তারকা।

ব্রাজিলের আইনি সংস্থা এবং পুলিশ এই ঘটনার তদন্ত করেছে প্রায় এক মাস ধরে। তবে শেষ পর্যন্ত নেইমারের বিপক্ষে ধর্ষণের কোনো তথ্য প্রমাণ পাননি। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন তদন্তকারী ব্রাজিলিয়ান পুলিশ।

ব্রাজিলিয়ান এই নারী অভিযোগ করেন মে মাসে প্যারিসের এক হোটেলে নেইমার তাকে ধর্ষণ করেন। তবে প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন নেইমার।

পুলিশের তদন্ত প্রতিবেদনে নেইমারের বিপক্ষে কোনো তথ্য প্রমাণ না পাওয়ার ব্যাপারে অভিযোগকারী নারী বলেন, ‘পুলিশ আর বিচারক সবাইকে নেইমারের লোকজনেরা টাকা দিয়ে কিনে নিয়েছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি তো পাগল নই, আমি সবই বুঝতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *