মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদ।
সোমবার সংসদের বৈঠকের শুরুতেই জাতীয় সংসদের পক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অভিনন্দন জানান।
বাংলাদেশের নারী দলের শিরোপা অর্জনের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, এই অর্জন বাংলাদেশের জন্য অনন্য গৌরব ও সম্মান বয়ে এনেছে। এই অর্জনে বাংলাদেশের নারী ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাদের এ জয়ে দেশ গর্বিত।
গতকাল রোববার মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ টি- টোয়েন্টি টুর্নামেন্টে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ জয়ের পর নারী ক্রিকেটারদের অভিন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।