Thursday, January 23, 2025
Home > ফিচার > না খেলে ধরে ফেলবেন ডাক্তার, বড়ির সাথে ???

না খেলে ধরে ফেলবেন ডাক্তার, বড়ির সাথে ???

যুক্তরাষ্ট্রে এই প্রথম একটি বড়ি বিক্রির জন্য অনুমোদন দেয়া হয়েছে যেটির সাথে একটি হজম-যোগ্য সেনসর যুক্ত থাকবে। এতে করে রোগী ঐ ওষুধ খেয়েছে কিনা চিকিৎসকরা তা ধরতে পারবেন।
এবিলিপাইম্যাকসাইট অ্যারিপিপ্রাজোল নামে এই ট্যাবলেটটি মানসিক রোগের জন্য ব্যবহার করা হয়।
রোগীর শরীরে একটি প্যাচ পরানো থাকবে যেটি শরীরের ভেতর এই ওষুধের ক্রিয়াকর্মের তথ্য তার মোবাইল ফোনে পাঠাতে পারবে। রোগীর অনুমতি থাকলে সেই তথ্য তার চিকিৎসকের কাছেও চলে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে রোগীদের ওষুধ সেবনের শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।
এই বড়ির ভেতরে একটি বালুকনার সাইজে একটি সেন্সর রয়েছে যেটি পাকস্থলীর রসের সাথে সংস্পর্শের সাথে সাথে কার্যকরী হয়ে হয়ে উঠবে।
এর ফলে ৩০ মিনিট থেকে দুই ঘণ্টার ভেতর বাইরে থেকে বোঝা যাবে ওষুধটি শরীরে ঢুকেছে কি ঢোকেনি।
মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তা মিচেল ম্যাটিস বলছেন, মানসিক রোগীদের ওষুধ খাওয়া নজরদারি করা গেলে, অন্যান্য রোগীদের জন্যও এই প্রক্রিয়া কাজে লাগতে পারে।
তিনি বলেন, রোগী এবং চিকিৎসকদের সুবিধায় প্রযুক্তির প্রয়োগ তারা সবসময় উৎসাহিত করবেন।
সূত্র:বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *