বলা হয়েছিল ২০১৮ সালে পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলবে। ২০১৮ সাল আসতে মাস ছয়েক বাকি। এখন আশংকা করা হচ্ছে ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সেতুটি উদ্বোধন করতে পারে কিনা সন্দেহ। ২০১৬ সালের জুলাই নাগাদ যখন সেতুটির ৩৭ ভাগ কাজ শেষ হয়ে গিয়েছিল, ঠিক তখনই আমাদের অকৃত্রিম বন্ধু ভারত ১২ বৎসরের মধ্যে প্রথমবারের মতো ফারাক্কা বাধের ১১২টি গেট খুলে দেয়। এতে পদ্মা নদী ফুসে ওঠে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেতুর অবকাঠামোগত কাজ। ওই সময়ের আগে সেতুমন্ত্রী বেশ জোড় গলায় বলছিলেন, সেতুর অত শতাংশ কাজ শেষ হয়ে গেছে। ২০১৬ সালের সেপ্টেম্বরের পর থেকে ওবায়দুল কাদেরকে পদ্মা সেতুর অগ্রগিত সম্পর্কে আর কিছু বলতে শোনা যায়নি। এখন শোনা যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের আগে পদ্মা সেতুকে অন্তত দৃশ্যমান করার জন্য ও. কাদের ও অন্যান্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে শোনা যাচ্ছে ভারত এবারও ফারাক্কার গেট খুলে দেয়ার জন্য চিন্তাভাবনা শেষ করে ফেলেছে।