সুছাগলনাইয়া থানা পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফ আহাম্মদ চৌধুরী (২৫) নামে মাদক বিক্রেতাকে আটক করেছে। ছাগলনাইয়া থানার এসআই মোঃ মাহাবুব আলম সরকার ও এসআই ফারুক মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে (১৫ জুন) পাঠাননগর ইউনিয়নের কাচারীবাজার এলাকার কালাগাজী রোডের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। আরিফ উপজেলার পাঠানগড় গ্রামের আহসান উল্যাহ চৌধুরীর পুত্র। ছাগলনাইয়া থানার ওসি আবু জাফর মোঃ সালেহ্ জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।