Monday, December 23, 2024
Home > খেলা > নিষিদ্ধ হতে পারেন পিকে

নিষিদ্ধ হতে পারেন পিকে

স্প্যানিশ লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচের শেষের দিকে গোল করে দলকে হারের হাত থেকে বাঁচান জেরার্ড পিকে। দলের হয়ে ওই গোলের পর স্বাগতিক এস্পানিওলের দর্শকদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক উদযাপন করেন তিনি। আর মাঠে এমন বাজে আচরণের জন্য শাস্তি পেতে পারেন স্প্যানিশ এ ডিফেন্ডার।

দর্শকদের উদ্দেশ্য করে এমন আক্রমণাত্মক উদযাপনের জন্য এক থেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন পিকে। গোল হজমের পর স্বাগতিক গ্যালারি যখন স্তব্ধ তখন দর্শকদের লক্ষ্য করে দুই হাতের আঙ্গুল উঁচিয়ে অদ্ভূত উদযাপন করেন পিকে।

ম্যাচের ৮২ মিনিটে দর্শকদের উদ্দেশ্য করে এমন বাজে উদযাপনের জন্য ইতোমধ্যেই পিকেকে নিন্দা জানিয়েছে স্প্যানিশ লা লিগা। এবার শাস্তি অপেক্ষা করছে তার জন্য। স্প্যানিশ গণমাধ্যম এল পার্তিদাজো ডি লা কাদেনা কোপে জানিয়েছে এমন বাজে উদযাপনের জন্য এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *