ফুটবলের মহাতারকা আর্জেন্টিনার লিওনেল মেসির চোখ দিয়ে রক্ত ঝরছে এমন এক ছবি প্রকাশ করে ২০১৮ ফুটবল বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। সেই ভয়াবহতার রেশ কাটতে না কাটতে এবার আরও একটি ছবি প্রকাশ করল আইএসের মুখপাত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন।
মেসির পর এবার আইএসের পোস্টারে এল ব্রাজিলিয়ান তারকা নেইমারের ছবি। হুমকির বার্তাসহ সাইট ইন্টেলিজেন্সের প্রকাশিত পোষ্টারে দেখা গেছে, মেসিকে হত্যা করে ফেলে রাখা হয়েছে, নেইমারের গলায় ছুরি ধরে রেখেছে এক আইএস সদস্য। এই ছবির পাশে লেখা, ‘আমরা যতদিন আছি, ততদিন নিরাপদে থাকতে দেব না।’এসব ছবি ছাড়াও আরও কিছু পোস্টার প্রকাশ করেছে আইএস। যেখানে স্পস্টভাবেই তারা জানিয়ে দিয়েছে রাশিয়া বিশ্বকাপকে কোনোভাবেই তারা নিরাপদে অনুষ্ঠিত হতে দেবে না। তাদের প্রকাশিত এক ছবিতে দেখা গেছে বিশাল স্টেডিয়ামের বাইরে সশস্ত্র এক জঙ্গি আত্মঘাতী হামলার জন্য তৈরি হচ্ছে। পাশে লেখা রয়েছে, আমি প্রতিজ্ঞা করছি মুজাহিদের গুলি তোমার কাছে আসবেই, অপেক্ষা করো।