Thursday, January 23, 2025
Home > ফেনীর খবর > পল্লিবিদ্যুৎতের ভেল্কিবাজিতে ছাগলনাইয়াবাসী অতিষ্ঠ!

পল্লিবিদ্যুৎতের ভেল্কিবাজিতে ছাগলনাইয়াবাসী অতিষ্ঠ!

পল্লি বিদ্যুত সমিতি ছাগলনাইয়া উপজেলার বিদ্যুত গ্রাহকরা দীর্ঘ দিন ধরে বিদ্যুতের লোড শেটিং ভেল্কিবাজিতে অতিষ্ঠ হয়ে পরেছে।

পল্লি বিদ্যুতের বেড়া জালে এ এলাকার সাধারন মানুষরা বিদ্যুত সেবার নামে দুভোগের স্বিকার হচ্ছে।ঘন ঘন লোড শেটিং এর নামে চলছে ভেল্কিবাজি।

একটু বৃষ্টি হলেই ৩/৪ দিন বিদ্যুত চলে যায়। বিদ্যুত সমিতি ছাগলনাইয়া উপজেলায় দিনে ৩ থেকে ৪ ঘন্টা বিদ্যুত থাকে। বাকি সময় গুলোতে বিদ্যুত বিহিন লোকজন ছটপট করতে থাকে।
এ ছাড়াও বিদ্যুতের মিটার ভাড়া,বিদ্যুত পরিষদে লেট ফি,সংযোগ ফি,মিটার ক্রয়সহ বিভিন্ন ভাবে গ্রাহকদেরকে জিম্মি করে নিল চাষ করছে পল্লি বিদ্যুত।

বিদ্যুত গ্রাহকের একটু ক্রটি হলেই সংযোগ বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন ফি এবং সংযোগ ফি আদায় করে থাকেন। বিদ্যুত সমিতির কতিপয় দালাল মিটার সংযোগ প্রদানসহ গভির ও অগভির নলকুপে গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে থাকেন।

গ্রাহকরা নিরুপায় বিদ্যুত সমিতির কাছে জিম্মি,। কথায় কথায় তারা নিরিহ লোকজনের উপর মামলা মোকর্দ্দমা পযুন্ত করে থাকেন বলার কেউ নাই। সংস্থাটি যে হাড়ে পি ডি পির কাজ থেকে বিদ্যুত ক্রয় করে তার দ্বিগুন হাড়ে পল্লি বিদ্যুত গ্রাহকদের কাজ থেকে আদায় করছে। এতে করে তারা নিঃসন্ধে নিল চাষ করছে।

তুলনা মুলক বিদ্যুতের উৎপাদন কম থাকলেও চাহিদা অনেক। সরকারের প্রতিশ্রতি অনুযায়ী ঘর ঘর বিদ্যুত দিলেও সুবিধা ভোগ করতে পারছে না সাধারন মানুষ। ঘন ঘন লোড শেটিংয়ে গ্রাহকদের টিভি ও ফিরিজ পুড়ে ক্ষতির মধ্যে পরছে এ এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *