ফেনীতে পানিতে ডুবে আবদুল আল মামুন রাফি (১০) নামে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে শহরের জি.এ একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। রাফি শহরের একাডেমীস্থ রফিক মেটালের স্বত্বাধিকারী রফিকুল ইসলামের ছেলে।ওই দিন দুপুর ১ টায় স্কুলের টিপিন বিরতীর সময় বন্ধুদের সাথে খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বাবা রফিকুল ইসলাম জানান, বিকেল ফেনী জি.এ একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাফি প্রথম জানাযা শেষে ফুলগাজী উপজেলা মুন্সীর হাট জগতপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।