Monday, December 23, 2024
Home > আন্তর্জাতিক > প্রেসিডেন্টের আশরাফ গনি সমাবেশে হামলায় নিহত ৩০

প্রেসিডেন্টের আশরাফ গনি সমাবেশে হামলায় নিহত ৩০

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির নির্বাচনী সমাবেশের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা।

মঙ্গলবার রাজধানী কাবুলের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশের চারিকরে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় প্রেসিডেন্ট গনি অক্ষত রয়েছেন বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সমাবেশে ভাষণ দেয়ার সময় এই আত্মঘাতী হামলাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

প্রাদেশিক হাসপাতালের প্রধান কর্মকর্তা আব্দুল কাশিম সানজিন বলেন, হতাহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। তবে প্রেসিডেন্ট গনি অক্ষত ও নিরাপদ রয়েছেন।

তিনি আরো বলেন, হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছেছে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

দেশটির প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার কমিটির মুখপাত্র হামেদ আজিজ বার্তা সংস্থা এপিকে বলেছেন, বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট গনি সমাবেশে উপস্থিত ছিলেন। তবে তিনি অক্ষত এবং নিরাপদে আছেন।

চলতি মাসের শেষের দিকে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। এই নির্বাচনের সময় ঘোষণার পর থেকে দেশটির বিভিন্ন প্রান্তে হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *