Sunday, December 22, 2024
Home > Uncategorized > ফেনীর ফাজিলপুরে মসজিদের প্রবেশ পথ বন্ধ করে স্থাপনা নির্মাণ

ফেনীর ফাজিলপুরে মসজিদের প্রবেশ পথ বন্ধ করে স্থাপনা নির্মাণ

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর ১ নং ওয়ার্ডের নয়ম ভূইয়া বাড়ি দরজায় অবস্থিত শত বছরের পুরাতন জামে মসজিদটির প্রধান প্রবেশদ্বারটি বন্ধ করে আরেকটি স্থাপনা নির্মান করছে একই সমাজের কামু ফকির বাড়ির মৃত সুলতাল আহমদের ছেলে পুলিশের চাকুরীচ্যুত মুসা মিয়া নামের এক ব্যাক্তি।

বিষয়টি নিয়ে দেখা গেছে মুসল্লী ও সমাজের সকল শ্রেনীর মানুষের মাঝে তীব্র নিন্দা ও ক্ষোভ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবপুরের নয়ন ভূইয়া বাড়ি দরজায় অবস্থিত সমাজের মসজিদটিকে পিছনে করে সামান্য পরিমান জায়গা রেখে একটি স্থাপনা নির্মান করছে মুসা মিয়। মুলত মসজিদের আশপাশে কিঞ্চিৎ জায়গার কারনে দীর্ঘদিন দুই পক্ষ তথা মুসামিয়া সমাজের পক্ষে নয়ন ভূইয়া বাড়ির বাসিন্দা আবু তাহেরদের মাঝে বিবাদ চলমান, যা পরবর্তীতে ফেনীর আদালত,স্হানিয় প্রশাসন ও হাইকোর্ট পর্যন্ত গড়ায়। মহামান্য হাইকোর্টের আদেশ, স্হিতি অবস্থায় থাকার জন্য রায়ে আদেশ দেয়া হয়েছে । সে আদেশ মানছেন না বলে মুসা মিয়াদের বিরুদ্ধে অভিযোগ করেন তাহের গং।

বিষয়টি তৎক্ষনাৎ মসজিদের সভাপতি বাহার জানান,মসজিদের সামনে স্থাপনা , মসজিদের সৌন্দর্য নস্ট হচ্ছে, তাছাড়াও বিকল্প মসজিদ নির্মাণের প্রশ্নই উঠেনা। মুসল্লীর মতামত,কমিটির সিদ্ধান্ত মোতাবেক মসজিদের উন্নয়নে কাজ করা হবে। ওয়াড মেম্বার সবুজ জানান মুসা মিয়া নিচে খালি রেখে উপরে মাদ্রাসা করবেন,এতে আমাদের কোন আপত্তি নেই। বিকল্প কোন মসজিদ তৈরী করা হবে না। তাহলে আমরা বাঁধা দেব।

ফাজিল পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন জানান,তিনি বিরোধ নিরসনের জন্যে ঘটনাস্থলে গিয়ে একটা মতামত দিয়েছি,যেহেতু উচ্চ আদালত স্থিতিশীল থাকতে রায় দিয়েছেন। আমি আইনের উধ্বে নয়। তিনি আরো বলেন,দুই পরিবারের লড়াই দীর্ঘদিন ধরে। তাদের প্রতিযোগিতার লড়াইয়ে মসজিদের উন্নয়ন কাজে বাধা হচ্চে।এগুলো পরিহার করে ধর্মীয় কাজে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *