ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮অক্টোবর) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক দেবময় দেওয়ান ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা শিক্ষার্থী এবং যুব সমাজকে অনাকাঙ্খিত আড্ডা, নেশা, সন্ত্রাসী কর্মকান্ড ইত্যাদি থেকে দূরে রাখে। যারা খেলাধুলায় নিয়মিত অনুশীলন করে তারা কোন অপরাধমূলক কাজে লিপ্ত হয়না। আমি মনে করি খেলাধূলা সুস্থ, সুন্দর ও সুশৃংখল সমাজ বিনির্মানে অন্যতম ভূমিকা পালন করে।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল ও ক্রীড়া ব্যক্তিত্ব এডভোকেট রাশেদ মাজহারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিকেএম এনামুল করিম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাইফুর রহমান সাইফুসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে সদর উপজেলা দলের কাছে ২-১ গোলে পরাজিত হয় সোনাগাজী উপজেলা দল। অনুষ্ঠানের শুরুতে জেলা কালচারাল অফিসার এসএমটি কামরান হাসানের তত্ত্বাবধানে ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থাপন করেন। আগামী ২৩ অক্টোবর পরশুরাম উপজেলা বনাম সোনাগাজী উপজেলা, ২৭ অক্টোবর ফেনী সদর উপজেলা বনাম পরশুরাম উপজেলা দল, খ গ্রুপের ২৪ অক্টোবর ছাগলনাইয়া উপজেলা বনাম ফুলগাজী উপজেলা, ২৬ অক্টোবর ফুলগাজী উপজেলা ও দাগনভূঞা উপজেলা, ২৮ অক্টোবর দাগনভূঞা উপজেলা বনাম ছাগলনাইয়া উপজেলা দলের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে খেলা অনুষ্ঠিত হবে। ৩০ অক্টোবর সেমিফাইনালে মুহুরী গ্রুপের ক গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে খ গ্রুপের রানার্স আপ এবং ৩১ অক্টোবর কহুয়া গ্রুপের খ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে ক গ্রুপের রানার্স আপ অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি থাকবেন।