ফ্রান্স থেকে অস্ত্র কেনার জন্য প্রায় ২০০০ কোটি ডলারের আরেকটি চুক্তি সই করেছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।
প্যারিসে তিন দিনের সফরের শেষ দিন মঙ্গলবার এ চুক্তি করেন তিনি।
সৌদি সরকার পরিচালিত আল-আরাবিয়া টিভি চ্যানেল এসব তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি আরো জানায়, অর্থনীতির অনেক কিছুই এ চুক্তির আওতায় আসবে। তবে এটা চূড়ান্ত চুক্তি নাকি সমঝোতা স্মারক তা পরিষ্কার করেনি।