Thursday, January 23, 2025
Home > বিনোদন > বাহুবলির ‘শিবগামী’ এবার পর্ন তারকা!

বাহুবলির ‘শিবগামী’ এবার পর্ন তারকা!

‘সুপার ডিলাক্স’। তামিল এই ছবিটির জন্য দর্শকের অপেক্ষা বহু দিনের। ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে গিয়েছিল। অভিনেত্রী রাম্যা কৃষ্ণন এই ছবিতে এক পর্ন তারকার ভূমিকায় অভিনয় করেছেন। একটি বিশেষ দৃশ্যের শুটিংয়ে নাকি প্রায় ৩৭টি টেক দিতে হয়েছিল তাকে।

সম্প্রতি এক সাক্ষাত্কারে রাম্যা বলেছেন, আমার কেরিয়ারে খুব চ্যালেঞ্জিং চরিত্র এটা। কিছু চরিত্র করি টাকার জন্য, কিছু জনপ্রিয়তার জন্য, আবার কিছু শখে বা নেশায়। এটা প্যাশন থেকে করেছি। একটা দৃশ্য তো ৩৭ বার টেক দিয়েছিলাম। আমি তো বটেই, আমার সহকারীও শকড হয়েছিল।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘সুপার ডিলাক্স’ ছবির মধ্যে একটি ছোট ছবি রয়েছে। সেখানে পর্ন তারকার ভূমিকায় দেখা যাবে রাম্যাকে। সাধারণত এই ধরনের চরিত্রে তাকে আগে দেখেননি দর্শক।
রাম্যা পেশাদার ভঙ্গিতেই কাজ করেছেন বলে জানিয়েছেন পরিচালক থিয়াগারাজান। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই মুক্তি পাবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *