একটি দল এ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে পাঁচ বার। আর একটা দল ফাইনালেই উঠেছে মাত্র এক বার। অথচ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতার তালিকায় অস্ট্রেলিয়ার ঠিক পরেই রয়েছে নিউজিল্যান্ড। দু’বারের চ্যাম্পিয়ন ভারত সেই তালিকায় কত নম্বরে রয়েছে? দেখে নেওয়া যাক।