পাওনাদারের পাওনা পরিশোধ করতে না পারায় মা সহ আত্মহত্যার পথ বেছে নিলেন ভারতের এক ক্রিকেটার।
শুক্রবার রাতে বিহারের স্থানীয় একটি ফ্ল্যাট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
২৫ বছর বয়সী বিনোদ পেশায় ছিলেন একজন ক্রিকেটার। বিহারের পূর্ব সাইবা ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন তিনি। কিন্তু সেখান থেকে যা আয় হতো, সেটা দিয়ে কোনোমতে সংসার চলতো। পরিবারের খরচ যোগাতে খেলার পাশাপাশি পার্ট টাইম একটা চাকরিও করতেন বিনোদ।
বিনোদের মা সঞ্জীবনী চৌগুলের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তার বাবার। বিহারের নারাঙ্গিতে শাই হেরিটেজে একটি বাসা ভাড়া নিয়ে ছেলের সঙ্গে থাকতেন তিনি।
ফলে সংসার চালাতে অনেক ঋণ হয়ে গিয়েছিল তাদের। সেই ঋণের টাকা শোধ করতে না পেরে তারা আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করছে মুম্বাই পুলিশ।
এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ।