Thursday, January 23, 2025
Home > খেলা > মামলাতেও জিতলেন কোটি টাকা

মামলাতেও জিতলেন কোটি টাকা

২০১৫ বিশ্বকাপে ম্যাসাজ থেরাপিস্টকে ডেটিংয়ের প্রস্তাব দেয়া মামলায় গতবছরই জয় পেয়েছিলেন ক্রিস গেইল। এবারে সেই মামলায় ক্ষতিপূরণ হিসেবে তিন লাখ ডলার জিতলেন টি-টোয়েন্টি ক্রিকেটের হট কেক।বাংলাদেশি টাকায় যার মূল্যমান ১ কোটি ৮৫ লাখ টাকা।

মামলায় বলা হয়েছিল, বিশ্বকাপ চলাকালীন সময় সিডনিতে ম্যাসাজ থেরাপিস্টকে নাকি ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন গেইল। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ভিত্তিক ফেয়ারফ্যাক্স মিডিয়া এ নিয়ে সিরিজ রিপোর্ট প্রকাশ করে। মিডিয়াটি ২০১৬ সালের জানুয়ারিতে এক নিবন্ধে তারা লিখেছিল, ২০১৫ সালে সিডনিতে নারী বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়া দলের ট্রেনিং সেশনে তাদের ড্রেসিং রুমে ম্যাসেজ থেরাপিস্ট লিন রাসেলকে ডেটিংয়ের প্রস্তাব দেন গেইল।

এই রিপোর্টকে চ্যালেঞ্জ করে একই বছর ফেয়ারফ্যাক্স মিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন এই ব্যাটিং দানব। বিচার শেষে চার সদস্যের জুরি বোর্ড ফেয়ারফ্যাক্স মিডিয়ার দাবীর সত্যতা খুঁজে পায়নি।

জুরি বোর্ডের প্রধান লুসি ম্যাককালাম বলেন, ‘গেইল যে অস্ট্রেলিয়ান ড্রেসিং রুমে নারী ক্রিকেটারের থেরাপিস্ট হিসেবে কাজ করেছেন, তা প্রমাণ করতে পারেনি ফেয়ারফ্যাক্স। বরং বিদ্বেষের বশবর্তী হয়ে তারা গেইলের বিরুদ্ধে এ ধরনের রিপোর্ট লিখেছে। এর প্রেক্ষিতে ক্ষতিপূরণ হিসেবে গেইলকে ৩ লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে ফায়ারফ্যাক্সকে নির্দেশ দিয়েছে তারা।’

তবে ফেয়ারফ্যাক্স মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায়ের বিরুদ্ধে আপিল করবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *