Monday, December 23, 2024
Home > আন্তর্জাতিক > মার্কিন ঘাঁটির কাছেই থাকতেন সেই মোল্লা ওমর

মার্কিন ঘাঁটির কাছেই থাকতেন সেই মোল্লা ওমর

শীর্ষ তালেবান নেতা মোল্লা ওমরকে ধরিয়ে দেয়ার বিনিময়ে মোটা অংকের পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে, আফগানিস্তানের একটি মার্কিন সামরিক ঘাঁটির একেবারে নিকটেই নিশ্চিন্তে প্রায় এক যুগ বসবাস করেছেন তিনি এবং সেখানেই তার স্বাভাবিক মৃত্যু হয়।

চাঞ্চল্য সৃষ্টিকারী এ তথ্য সম্প্রতি প্রকাশিত হয়েছে নেদারল্যান্ডসে’র অনুসন্ধানী সাংবাদিক বেট্টে ড্যামের লেখা ‘দ্যা সিক্রেট লাইফ অব মোল্লা ওমর’ বইয়ে। বেট্টে ড্যামের লেখা বইটি গেলমাসে ডাচ ভাষায় প্রকাশিত হয়েছে এবং শিগগিরই এর ইংরেজি সংস্করনও বাজারে আসবে। – খবর বিবিসি’র

বইটিতে তিনি দাবি করেছেন, মোল্লা ওমর পাকিস্তানে পালিয়ে গেছেন বলে আমেরিকা দাবি করে আসলেও তিনি কখনোই পাকিস্তানে যাননি। তিনি নিজ প্রদেশ জাবুলে অবস্থিত একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি থেকে তিন মাইল দূরে বসবাস করেছেন। এছাড়া মার্কিন সেনা ঘাঁটির কাছে বাস করলেও তাদের হামলায় মোল্লা ওমরের মৃত্যু হয়নি। তার স্বাভাবিক মৃত্যুই হয়েছে। ড্যাম তালেবান নেতাদের সাক্ষাৎকার নেয়া ও তাদের ওপর গবেষণার কাজে পাঁচ বছর সময় ব্যয় করে বইটি লিখেছেন।
২০০১ সালে আফগানিস্তানে ইঙ্গো-মার্কিন আগ্রাসনে তালেবান সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মোল্লা ওমর। ওই সময় তালেবান নেতার দেহরক্ষীর দায়িত্ব পালনকারী জব্বার ওমরি’র সঙ্গে কথা বলতে সক্ষম হন বেট্টে ড্যাম। ২০১৩ সালে অসুস্থতার জের ধরে স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত তালেবান নেতাকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন ওমরি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার তিন মাসেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানে তালেবান সরকারকে উৎখাত করে আমেরিকা। ওয়াশিংটন মোল্লা ওমরের মাথার দাম ঘোষণা করে এক কোটি ডলার। কিন্তু তা সত্ত্বেও মার্কিন সেনাদের নাকের ডগায় অবস্থিত একটি বাড়িতে ১২ বছর অবস্থান করেন মোল্লা ওমর। বইটিতে বলা হয়েছে, একবার মার্কিন সেনারা ওই বাড়িটিতে তল্লাশিও চালিয়েছিল কিন্তু তারা তালেবান নেতাকে খুঁজে পায়নি!

আমেরিকা বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধ করার দাবি করলেও বেশিরভাগ সন্ত্রাসী গোষ্ঠীর জন্মদাতা ও পালনকর্তা হিসেবে ওয়াশিংটনের কুখ্যাতি রয়েছে। আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি থেকে পায়ে হাঁটা দূরত্বে দীর্ঘ একযুগ ধরে তালেবান নেতার বসবাসের এই চাঞ্চল্যকর তথ্য সেই অভিযোগের সত্যতা প্রমাণ করে।

আত্মগোপনে থাকার এই সময়টিতে মোল্লা ওমরের পক্ষে তালেবান গোষ্ঠীকে পরিচালনা করা সম্ভব হয়নি বলে জব্বার ওমরি জানিয়েছেন; যদিও তালেবান জঙ্গিরা সে সময় দাবি করত তারা মোল্লা ওমরের নির্দেশে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *