ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান আজ ২২ মে সকাল পৌনে ১১ টায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
জানাজার নামাজের সময় সূচি:-
১.আজ বাদ আছর ঢাকা বক্ষব্যধি হাসপাতাল কোয়াটার জামে মসজিদে ১ম জানাজা।
২. ২৩ মে ফেনীর মিজান ময়দান সকাল ১১টায় ২য় জানাজা।
৩.ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মাঠে দুপুর ২টায় ৩য় জানাজা।
৪.পূর্ব ছাগলনাইয়া নিজ বাড়ী বিকাল ৩ টায় শেষ জানাজা অনুষ্ঠিত হবে।