Thursday, January 23, 2025
Home > বিনোদন > মুম্বাই ফিরেছেন ‘দীপবীর’

মুম্বাই ফিরেছেন ‘দীপবীর’

ইতালির লেক কোমোতে দুই রীতিতে বিয়ের অনুষ্ঠান শেষ করে অবশেষে ভারতে ফিরেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। রোববার সকালে মুম্বাই বিমানবন্দরে পৌঁছান এ তারকা জুটি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বিমানবন্দর থেকে সোজা বান্দ্রায় রণবীরের সাজানো বাড়িতে যান নবদম্পতি। সেখানে নববধূ দীপিকার ‘গৃহ প্রবেশ’ পর্ব অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর কাস্টা ডিভা রিসোর্ট অ্যান্ড স্পা-তে বিয়ের পিড়িঁতে বসেছেন এ তারকা জুটি। দক্ষিণ ভারতীয় ও সিন্ধি রীতিতে বিয়ে করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

জানা গেছে, আগামী ২১ নভেম্বর বেঙ্গালুরুতে দীপিকা পাড়ুকোন বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন। অন্যদিকে মুম্বাইয়ে আগামী ২৮ নভেম্বর বন্ধু ও আত্মীয়দের এবং ১ ডিসেম্বর বলিউড অঙ্গনের তারকাদের জন্য বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন রণবীর সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *