চলতি মৌসুমের শুরুতে দলবদলের রেকর্ড গড়ে বার্সা থেকে পিএসজিতে নাম লেখান ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় নেইমারের রিয়ালে যোগ দেয়া নিয়ে। কিছুদিন আগে ‘শর্ত সাপেক্ষে ব্রাজিলিয়ান তারকাকে বিক্রিতে রাজি পিএসজি’ এমন একটি নিউজও প্রকাশ করে জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম।
এবার নেইমারের ব্রাজিলিয়ান সতীর্থ ও রিয়াল তারকা মার্সেলো জানালেন, ‘বার্নাব্যুতে যোগ দেবেন নেইমার।’ পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদের এই তারকা বলেন, নেইমার একদিন অবশ্যই রিয়ালে যোগ দিবে। আর তার রিয়ালে আসা হবে দারুণ। আমার মতে গ্রেট খেলোয়াড়দের এই ক্লাবে (রিয়াল) খেলতে হবে।
এর আগে রিয়াল সভাপতি পেরেজও নেইমারকে উদ্দেশ্য করে বলেন, ব্যালন ডি অর জিততে হলে তাকে রিয়ালের হয়ে খেলতে। কারণ মাদ্রিদ বড় ক্লাব যা খেলোয়াড়দের বড় কিছু পেতে সাহায্য করে।
আগামী বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পিএসজির মুখোমুখি হবে রিয়াল। চলতি মৌসুমে এখন পর্যন্ত পিএসজির হয়ে ২৭ ম্যাচে ২৮ গোল করেছেন ব্রাজিলিয়ান এই তারকা।