Monday, December 23, 2024
Home > ফিচার > লেবুর রসে খুশকি দূর

লেবুর রসে খুশকি দূর

লেবুর রসে রয়েছে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড। এই দুটি উপাদান ত্বক ও চুলের জন্য খুবই উপকারি। আপনার দৈনন্দিন রূপচর্চায় তাই লেবু রাখতে পারেন নির্দ্বিধায়। ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি খুশকি দূর করে চুলে ঝলমলে ভাব ফিরিয়ে আনতেও জুড়ি নেই লেবুর। জেনে নিন খুশকি দূর করতে লেবুর রসের ব্যবহার-

১. লেবুর রস সরাসরি ম্যাসাজ করুন মাথার তালুতে। ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুঁয়ে ফেলুন। লেবুর রসে থাকা অ্যাসিড দূর করবে খুশকি ও চুলকানি।

২. লেবুর রস প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ত্বকও পরিষ্কার রাখে। মাথার ত্বকের তৈলাক্ত ভাব দূর করে লেবু। একটি ডিম ফেটিয়ে লেবুর রস মিশিয়ে মাথায় লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ধুঁয়ে ফেলুন।

৩. লেবুর রস প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে। চুল ঝলমলে করতে শ্যাম্পু করার পর এক লিটার পানিতে একটি লেবুর রস মিশিয়ে ধুঁয়ে ফেলুন চুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *