কানাডার আদালত থেকে বিশেষ শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন চীনের টেলিকম জায়ান্ট কোম্পানি হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝু।
মঙ্গলবার আটকের ঠিক দশ দিন পর ভ্যাঙ্কুভার আদালতের বিচারক উইলিয়াম এহরেক ১০ মিলিয়ন কানাডিয় ডলারের জামানতের বিনিময়ে এই জামিন প্রদান করেন। খবর বিবিসি ও আল-জাজিরা’র।
জামিনের শর্ত হিসেবে মেংকে পায়ে একটি বিশেষ যন্ত্র পড়তে হবে। যার মাধ্যমে তার অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ সবসময় অবগত থাকতে পারবেন। এছাড়াও তাকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে।
হুয়াওয়ের কর্মকর্তা মেংয়ের জামিন মঞ্জুর হলে তাৎক্ষণিকভাবে আদালত কক্ষ করতালির শব্দে ভরে ওঠে। এতে আনন্দে তার আইনজীবীদের জড়িয়ে ধরেন মেং।
এর আগে গেল ১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের জারিকৃত এক ওয়ারেন্টে কানাডার ভ্যাঙ্কুভার থেকে মেংকে আটক করে কানাডা।
মেং এর বিরুদ্ধে আনীত অভিযোগে যুক্তরাষ্ট্র বলে যে, তিনি মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানে কাজ চালিয়ে যাওয়া হুয়াওয়ের একটি প্রতিষ্ঠান বিষয়ে বহুজাতিক ব্যাংকগুলোকে ভুল তথ্য প্রদান করেছেন।
মেংকে আটকের ঘটনায় কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় চীনের। চীন এ ঘটনায় সে দেশে দায়িত্বরত কানাডা ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের জরুরি তলব করে। এছাড়াও মেংকে আটকের পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি বার্তা প্রদান করে বেইজিং।
আন্তর্জাতিক গণমাধ্যমসমূহ জানিয়েছে, মেংয়ের গ্রেপ্তারের বদলায় চীন কানাডার এক সাবেক কূটনীতিককে আটক করেছে। তবে মাইকেল করভিগ নামের ওই কূটনীতিকের আটকের বিষয়ে কানাডায় নিযুক্ত চীনা দূতাবাস কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।