সত্যিকার ভালোবাসা কখনো শেষে হয়ে যায় না। নেহা সাক্সেনার সাথে প্রেমের সম্পর্ক শেষ হয়ে গেছে, এমন গুজবের জবাবে জানালেন শক্তি অরোরা।
তিনি বলেন, সকল গুজবের আত্মা শান্তি পাক। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেদের যুগল ছবি দিয়ে এসব কথা বলেন শক্তি।
শক্তি আরোরা এবং নেহা সাক্সেনা ২০১০ সালে স্টার প্লাসের রোমান্টিক টিভি সিরিয়াল ‘তেরে লিয়ে’তে অভিনয়ের সূত্রে পরিচিত হন। ওই সিরিয়ালে দুজনে অনস্ক্রিন দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু বিধাতা হয়তো দুজনকে শুধু অনস্ক্রিনের জন্যে নয়, অফস্ক্রিনের জন্যেও সৃষ্টি করেছেন। এই দুজনকে একসঙ্গে নাচ বালিয়ের সিজন ৭য়েও অংশ নিতে দেখা গিয়েছিল। তবে পারিবারিক কিছু সমস্যার কারণে তাদেরকে আগেই নাচ বালিয়ে ছেড়ে যেতে হয়েছিল।