Monday, December 23, 2024
Home > ফেনীর খবর > সাউথ আফ্রিকায় ছাগলনাইয়ার প্রবাসীকে গুলি করে হত্যা ।

সাউথ আফ্রিকায় ছাগলনাইয়ার প্রবাসীকে গুলি করে হত্যা ।

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীরা ছাগলনাইয়ার সাইফুল ইসলাম নামে যুবককে গুলি করে হত্যা করেছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর বারোটার দিকে সাউথ আফ্রিকার কেপটাউনে এ ঘটনা ঘটে। সাইফুল উপজেলার পাঠান নগর ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের ভূঞা বাড়ির বদিউজ্জামানের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওইদিন দোকানের মাল কেনার জন্য গাড়ি নিয়ে যাচ্ছিল সে। গাড়িতে ড্রাইভার সহ দুইজন সহযোগি ছিল। সন্ত্রাসীরা তাদের গাড়ি গতিরোধ করলে সাইফুল বাধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে। দুটো গুলি তার মাথায় লাগে। গাড়িতে থাকা আরো একজন আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ২০১৩সালে সে আফ্রিকায় যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *