Thursday, January 23, 2025
Home > খেলা > সুইডিশ ফুটবল অধিনায়কের ইসলাম গ্রহণ

সুইডিশ ফুটবল অধিনায়কের ইসলাম গ্রহণ

সুইডেনের জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক রঞ্জা অ্যান্ডারসন (১৯) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি দেশটির জাতীয় দৈনিক ‘এক্সপ্রেসেন’ এ দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ গবেষণার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি, ইসলামই আমার জন্য উপযুক্ত ধর্ম। মানুষ আমার এ সিদ্ধান্ত জেনে ঘৃণা প্রকাশ করছে। কিন্তু মুসলিম হিসেবে আমি গর্ব বোধ করি।

গোলরক্ষক রঞ্জা বলেন, ১৫ বছর বয়সেই ছেলে বন্ধুর হাত ধরে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলমা। এরপর দীর্ঘ সময় ধর্মটির ব্যাপারে জ্ঞান অর্জন করেছি।
তিনি বলেন, আমি দেখেছি ইসলামে অনেক সুন্দর জিনিস রয়েছে। যা আমাকে আকর্ষণ করেছে। এরপর আমি মসজিদে যেতে শুরু করি।

পিউ রিসার্চ সেন্টারে এর তথ্য মতে, বিশ্বের ৭শ’ ৭০ কোটি মোট জনসংখ্যা রয়েছে। এর মধ্যে মুসলিমের সংখ্যা একশো ৮০ কোটি।

পৃথিবীর মোট জনগোষ্ঠির ২৪% শতাংশ ধর্মাবলম্বী নিয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্ম হলো ইসলাম। আর খ্রিষ্টান ধর্মে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ বিশ্বাস করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *