Sunday, December 22, 2024
Home > খেলা > সেতিয়েন বার্সার নতুন কোচ

সেতিয়েন বার্সার নতুন কোচ

গত কয়েকমাস ধরে দলের বাজে পারফরম্যান্সের কারণে গরম উনুনের ওপর বসে ছিলেন ভালভাের্দে। তার চূড়ান্ত রূপ পায় সুপারকাপে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হার। আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হলো ৫৫ বছর বয়সী ভালভার্দেকে। 

ভালভার্দের উত্তরসূরী হিসেবে দলের দুই সাবেক জাভি ও রোনাল্ড কোম্যানকে ডাগআউটে চাইছিলো বার্সেলোনা। কিন্তু তাদের কাউকেই পায়নি তারা। জাভি জানিয়ে দেন, গ্রীষ্মের আগে তিনি যোগ দিতে পারবেন না ন্যু ক্যাম্পে। আপাতত তিনি আল সাদ নিয়েই থাকতে চান। আর সে কারণে স্প্যানিয়ার্ড সেতিয়েনকেই চূড়ান্তভাবে বেছে নিলো কাতালানরা। ২০২২ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করা হয়েছে তার সঙ্গে। যার ফলে দ্রুততম সময়ে জাভির বার্সার আসার আর কোনো সম্ভাবনা রইলো না। 

ক্লাব ফুটবলে খুব একটা পরিচিত নন কুইক সেতিয়েন। প্রথম সারির কোনো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতাও নেই তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *