Thursday, January 23, 2025
Home > আন্তর্জাতিক > সৌদিতে ২৪ হাজার বিদেশি আটক

সৌদিতে ২৪ হাজার বিদেশি আটক

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বসবাসের আইন (আকামা) লঙ্ঘন করেছেন এমন ১৫ হাজার ৭০২ জনকে আটক করা হয়েছে। তিন হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৩৫৩ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৪২ শতাংশকেই মক্কা নগরী থেকে আটক করা হয়েছে।

বাকিদের মধ্যে রাজধানী রিয়াদ থেকে ১৯ শতাংশ, আসির প্রদেশ থেকে ১১ শতাংশ, জাযান থেকে ৬ শতাংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে ৫ শতাংশকে আটক করা হয়েছে।

এ সময় ভিসার শর্ত লঙ্ঘন করেছেন এমন বিদেশিদের পরিবহন সুবিধা দেওয়া বা অন্য সুযোগ দেওয়ার অভিযোগে ২৫ সৌদি নাগরিককেও আটক করা হয়েছে। অন্যান্য আটক বিদেশিরা কোন কোন দেশের নাগরিক তার কিছু বলা হয়নি।

গত মার্চে সৌদি আরবে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের বৈধ কাগজপত্র সংগ্রহ করতে ৯০ দিনের সময় বেঁধে দেয়া হয়। তখনকার সরকারি ঘোষণায় বলা হয়, অনুমতি ছাড়া বসবাস, আকামা বা সরকারি অনুমতি না নিয়ে কাজ করা এবং সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে। এই সময়ের মধ্যে অবৈধ ব্যক্তিরা কোনো শাস্তি ছাড়াই নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। সে সময় ইতোমধ্যে শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *