সৌদি আরবের আবহা বিমানবন্দরে ফের হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। রোববার মধ্যরাতের পর আবহা বিমানবন্দরের পার্কিং লটে এ ড্রোন হামলা চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন।
গতকাল রোববার (২৩ জুন) এই হামলা চালানো হয় বলে সৌদি নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে গালফ নিউজ। হামলায় সিরিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি, চারজন ভারতীয়, দুইজন মিশরের ও ১৩ জন সৌদি আরবের নাগরিক।
ইয়েমেনের বিদ্রোহী আল হুতি ইরানের মদদপুষ্ট জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত। মার্কিন-ইরান উত্তেজনার সূত্র ধরে গত মাস থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সৌদি স্থাপনায় ড্রোন হামলা এবং বিস্ফোরণের হুমকি দিয়ে আসছিল তারা।
এর আগে চলতি মাসের শুরুতেও এই বিমানবন্দর লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা। সেসময় ২৬ বেসামরিক নাগরিক আহত হন।